× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাফ জয়ী মগিনি-সাজেদার পর এবার অবসরে স্বপ্না

ক্রীড়া প্রতিবেদক

২৬ মে ২০২৩, ১৭:০৫ পিএম

এর আগে অলিম্পিক বাছাইয়ের ক্যাম্প থেকে বাদ পড়ে অভিমান নিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সাফ জয়ী দুই নারী ফুটবলার আনাই মগিনি এবং সাজেদা খাতুন। গত জানুয়ারিতে অবসর নিয়েছিলেন তারা।

এবার অবসরের ঘোষণা দিলেন সাফজয়ী দলের আরেক ফুটবলার সিরাত জাহান স্বপ্না।  

শুধু সাফ জয়ী দলের সদস্যই ছিলেন না তিনি, আসরে করেছিলেন চারটি গোলও। ভারতের বিপক্ষেও করেছেন জোড়া গোল। কিন্তু আচমকা দিয়েছেন অবসরের ঘোষণা। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আজ এই ঘোষণা দেন তিনি।  

অবসরের পোস্টে স্বপ্না লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায়  নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ হ্মমার দৃষ্টি তে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন...’

কোনো কারণ ছাড়াই ফুটল থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন স্বপ্না। বাংলানিউজকে তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই অবসর নিয়েছি। কারও সাথে কোনো দ্বন্দ্ব নেই। কোনো কিছুর প্রতি বিরক্ত হয়েও সিদ্ধান্ত নেইনি। ’

ইতোমধ্যেই ক্যাম্পে ছেড়ে পরিবারের কাছে ফিরে গেছেন স্বপ্না। এখন সময়টা শুধু পরিবারের সঙ্গে দিতে চান বলে জানিয়েছেন তিনি। স্বপ্না বলেন, ‘পরিবারের কাছে চলে এসেছি। আগামীতে কি করবো এখনও সিদ্ধান্ত নেইনি। তবে এখন সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই। ’

আগামীতে ফুটবলের সঙ্গে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বপ্না বলেন, ‘না, আমাার আর ফুটবলের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই। ’

মাত্র ২২ বছর বয়েসেই অবসরের এই সিদ্ধান্ত সকলকে অবাক করেছে। সাফল্যের চূড়ায় থাকা নারী ফুটবল দলের সদস্যদের একে একে অবসরের ঘোষণায় অবাক ফুটবল অঙ্গনের সকলেই। 

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.