× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আর্চার জুটি রোমান সানা ও দিয়া সিদ্দিকী

নীলফামারী প্রতিনিধি

০৫ জুলাই ২০২৩, ১৯:৪০ পিএম

অবশেষে ভালোবাসার জয় হলো আর্চার দিয়া সিদ্দিকী ও রোমান সানার। একাসাথে জুটি বেঁধে খেলার মাঠ দাপিয়ে বেড়ালেও এবার জীবন সঙ্গি হয়ে অনন্তকাল পাড়ি দিতে বিয়ের পিড়িতে বসলেন এই জনপ্রিয় জুটি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ জন্মভুমি নীলফামারীতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। আর্চারী ফেডারেশন, দুই পারিবারের স্বজন, শুভাকাঙ্খিরা উপস্থিত থেকে আনন্দ উৎসব উপভোগ করেন।

বাঙালী সংস্কৃতির কৃষ্টি কালচার মেনেই আর্চার দিয়া সসিদ্দিকীর গায়ে কাঁচা হলুদ মাখিয়ে দিলেন স্বজনরা। নাচ গানে অনুষ্ঠানকে রঙিন করে তুললেন ভক্তরা। নীলফামারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার ও বুধবার দু’দিনব্যাপী বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে দারুন খুশি এই দুই তারকা। প্রত্যাশা, আগামীতে ভালো কিছু করার। দাম্পত্য জীবনের জন্য দোয়াও  চেয়েছেন দেশবাসির।

দিয়া সিদ্দিকী বলেন,  প্রথমত খেলায় রোমান সানাকে টিম পার্টনার হিসেবে পেয়েছিলাম। তখন তাকে ভাইয়া ভাইয়া করে ডাকতাম। তখন  থেকে ওনার ব্যবহার আমাকে ভালো লাগতো। তারপর আস্তে আস্তে আমাদের প্রেমের সম্পর্কে জড়ায়। তবে আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আজকে আমাদের বিবাহ্ হলো।  আমাদের পরিবারও বিয়েতে মত পোষণ করেছেন।

তিনি আরও বলেন, যেহেতু বিয়ে হয়েছে সংসার ও খেলার মাঠটাকে আলাদা চোখে দেখবো। তাছাড়া সবাই জানে বিয়ে হলে মানুষ কর্মটাকে গুরুত্ব দেয় বেশি।  এছাড়াও দাম্পত্য জীবণে সুখের জন্য দেশবাসি ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই তীরন্দাজ।

রামান সানা বলেন, আজকে আমার জীবণের সব থেকে ভালো মুহুর্ত। বিয়ের পিড়িতে বসেছি। এছাড়া সবচেয়ে বড় কথা দিয়াকে আমার সহধর্মীণী হিসেবে পাচ্ছি। তাছাড়া আমাদের যে আগে রিলেশন ছিলো। সেই রিলেশনটা আজকে যে একটা পূর্ণ পাবে। সেটাই আমার কাছে বড় পাওয়া।

তিনি আরও বলেন, সাধারণ আমার জানা বিয়ে করলে রহমত বাড়ে। সেই দিক আমরা দুজনে মিলে আর্চারীকে যেনো অন্য লেভেলে নিয়ে যেতে পারি। সমসময় আমরা সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তাছাড়া দিয়া আমার থেকে খেলার মাঠে বেশি এক্টিভ থাকে। আমি তাকে বেশি সাপোর্ট দিতে না পারলেও সবসময় সে আমাকে বেশি সাপোর্ট দিয়েছে। এখন যেহেতু সে আমার সহধর্মীণী হলো সেহেতু আমাকে বেশি সাপোর্ট দিবে। এছাড়াও আমার জানা মতে বিয়ের পর যেকোন বিষয়ে রহমত বৃদ্ধি পায়। আমরা দু’জনে এক হয়ে সেরাটা খেলার চেষ্টা করবো।

এই দুই জুটির বিয়েতে থাকতে পেরে বাঁধভাঙা খুশিতে আত্মহারা স্বজন ও ভক্তরা। মেয়ের বিয়েতে বেদনার সূর থাকলেও খুশি দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী মা শাহানাজ বেগম । মেধামী দুই খোলোয়ারের জুটি শক্ত হওয়ায় আগামীতে ভালো কিছু করার আশা ফেডারেশন কর্মকর্তাদের।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন চপল বলেন,আবশ্যই আমরা তাদের দাম্পত্য জীবণের জন্য শুভ-কামনা করছি। আমরা যারা অভিভাবক আছি আমরা চাবো, তাদের জীবণ সুখের হউক দীর্ঘজীবি হউক। আমরা তাদের দু’জনের পরিবারের বাবা-মাকে বুঝিয়ে আজকের এই আয়োজন। বাংলাদেশে আর্চারী নতুন একটি খেলা তারা দু’জনে দেশের জন্য ভালো কিছু করেছে। আমরা চাইবো আগামী অলিম্পিক গেম আছে এটাতে তারা ভালো কিছু করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.