× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেইমারের দলে মরক্কোর বিশ্বকাপ মাতানো গোলকিপার

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০২৩, ১৭:০৮ পিএম

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে একের পর এক খেলোয়াড়রা সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন। সেই ধারায় এবার সৌদি প্রো লিগে যোগ দিলেন ইয়াসিন বোনো। সেভিয়া থেকে মরক্কোর এই গোলরক্ষককে দলে টেনেছে আল হিলাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে আল হিলাল। চুক্তি হয়েছে তিন বছরের জন্য।

ট্রান্সফার ফি-এর ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বোনোর জন্য ২ কোটি ১০ লাখ ইউরো গুনেছে আল হিলাল।

সেভিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন বোনো। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি ইউরোপা লিগের শিরোপা। কাতার বিশ্বকাপে চতুর্থ হওয়া মরক্কো দলের মূল গোলরক্ষক ছিলেন তিনি।

৩২ বছর বয়সী বোনোকে পেয়ে আরও শক্তি বেড়েছে আল হিলালের। সদ্যই ক্লাবটিতে নাম লিখিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। আগে থেকে দলে আছেন কালিদু কুলিবালি, রুবেন নেভেসরা।

আল হিলালের পরবর্তী ম্যাচ সৌদি প্রো লিগে আগামী শনিবার, প্রতিপক্ষ আল-ফিহা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.