× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্তানদের জন্যই মেসির ‘সুপার হিরো’ উদযাপন

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০২৩, ১৭:১৪ পিএম

গোল করার পর লিওনেল মেসি কখনও হয়ে যাচ্ছেন ‘থর’, কখনও ‘ব্ল্যাক প্যান্থার’, আবার কখনও বা ‘স্পাইডার ম্যান।’ লিওনেল মেসির এমন উদযাপন দেখা যায়নি আগে। ইন্টার মায়ামির হয়ে একেকটি গোল করার পর একেক সুপার হিরোর মতো ভঙ্গি করতে দেখা যাচ্ছে তাকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এবার খোলাসা করলেন তার উদযাপনের রহস্য।

বল পায়ে মেসির কারিকুরি, তার স্কিল ও সামর্থ্য যেমন সবার জানা, তেমনি গোল করার পর তার উদযাপনও সবার চেনা। সেই তিনিই নতুন ঠিকানায় গিয়ে আবির্ভুত হচ্ছেন নতুন রূপে। ইন্টার মায়ামির জার্সিতে তার সেই চেনা উদযাপন উধাও। এখানে একেক ম্যাচে গোল করার তাকে দেখা যাচ্ছে একেক সুপার হিরোর মতো ভঙ্গিতে। 

যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন এসব উদযাপনের গল্পও শোনালেন মেসি। “আমার তিন সন্তান এখনও ছুটিতেই আছে এবং এখনও এখানে স্কুল শুরু করেনি। প্রতি রাতেই তাই আমরা মার্ভে সুপার হিরো সিনেমাগুলি দেখি। ওরাই এই আইডিয়া দিয়েছে। আমাকে বলেছে যে, পরে যখনই খেলা থাকবে এবং আমি গোল করব, তখন যেন কোনো না কোনো সুপার হিরোর মতো উদযাপন করি।”

“এভাবেই শুরু হয়েছিল এবং তা চলছে। যখনই আমরা কোনো সুপার হিরো সিনেমা দেখি, তারা আমাকে বলে পরের ম্যাচে যেন ওই সুপার হিরোর মতো উদযাপন করি।” তবে তার এসব উদযাপন খুব বেশি সময় হয়তো দেখা যাবে না। ছেলেরা মাঠে থাকলেই কেবল এই রূপে দেখা যেতে পারে তাকে।

“এটা শুধু ঘরের মাঠের ম্যাচগুলিতেই করছি, যখন ছেলেরা এখানে আছে, আমার কাছাকাছি, যাতে আনন্দটুকু ওদের সঙ্গে ভাগাভাগি করতে পারি।”

মেসি ও আন্তনেলা রোকুজ্জো দম্পতির ঘর আলো করে আছে তিন ছেলে। বড় ছেলে তিয়াগোর বয়স ১০, এরপর মাতেওর বয়স ৭ ও থিরোর বয়স ৫।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.