এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ।
বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০) ও তানজিদ তামিম (১৩)। এরপর এনামুলকে দিয়ে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন। বাংলাদেশ ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রানে ব্যাট করছে। ক্রিজে সাকিবের সঙ্গী মিরাজ।
বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। সুপার ফোর পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। তুলনামূলক গুরুত্বহীন এক ম্যাচে আজ শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করছে সাকিববাহিনী।
এ ম্যাচে দুই দলেই আছে অভিষিক্ত ক্রিকেটার। ব্যাটার তিলক ভার্মা ভারতের ও পেসার তানজিম হাসান সাকিব বাংলাদেশের হয়ে খেলবেন প্রথম ওয়ানডে ম্যাচ। এ ম্যাচের একাদশে বাংলাদেশ বদল এনেছে ৫টি।
পেসারদের মধ্যে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। এশিয়া কাপে প্রথমবারের মতো একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। তার জায়গা নিয়েছেন এনামুল হক বিজয়।
এত পরিবর্তন এনেও অবশ্য ব্যাটিংয়ের শুরুটা বাজেভাবে হয়েছে বাংলাদেশের। অভিষিক্ত তানজিদের তিন চারে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত মিলছিল। কিন্তু অন্যপ্রান্তে লিটন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই বিদায় নিলে সেই আশা শেষ হয়ে যায়।
ইনিংসের তৃতীয় ওভারে ভারতীয় পেসার মোহাম্মদ শামির প্রথম বলেই লাইন মিস করে শূন্য রানে বোল্ড হন লিটন। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬ রান এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
পরের ওভারে শার্দূল ঠাকুরের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন তানজিদও (১৩)। এরপর ব্যর্থ হন তিনে নামা বিজয়ও। আসরে প্রথমবার একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন এই উইকেটকিপার-ব্যাটার।
ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ একাদশ
এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, শেখ মাহেদী ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সুর্যকুমার যাদব, তিলক ভর্মা, লোকেশ রাহুল (উইকেটকিপাপর), ইশান কিশান, শার্দল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, প্রদীশ কৃষ্ণ, মোহাম্মাদ শামি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১১ ওভারে ৪৯/৩ (সাকিব ১৭*, মিরাজ ৭*; লিটন দাস ০, তানজিদ ১৩, এনামুল ৪)
আরও পড়ুন
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh