× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপ ক্রিকেটের থিম সং প্রকাশ (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮ পিএম

ভারতে অনুষ্ঠেয় ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। গত আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চূড়ান্ত পর্বের লড়াই। এর আগে বৈশ্বিক এই আসরের থিম সং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পায় বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’। 

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের পরিচালনায় এবং বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের পারফারমেন্সে তৈরি করা হয়েছে থিম সংটি।

ভারত বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’ বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গানের পোস্টার শেয়ার করেছে আইসিসি।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গতকাল (মঙ্গলবার) গানের পোস্টার টুইটারে শেয়ার করে আইসিসি জানিয়েছিল, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গানটি।

থিম সং ছাড়াও বৈশ্বিক এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও নানা আয়োজন রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। ৪ অক্টোবর বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন হবে। এ ছাড়া ৫ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের ছাড়াও ১০ অধিনায়ককে নিয়ে বিশেষ আয়োজন করবে বিসিসিআই।

বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, গান, হাঙ্গামা, রেসো, উইঙ্ক, অ্যামাজন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাওয়া যাবে। এ ছাড়াও সমর্থকরা শিগগিরই রেডিও স্টেশন বিগ এফএম এবং রেড এফএম-এ গানটি শুনতে ও উপভোগ করতে পারবেন।

আইসিসির মার্কেটিং এবং কমিউনিকেশনসের পরিচালক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সর্বকালের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। যেখানে বিশ্বের কোটি কোটি ভক্তরা এর অংশ হতে প্রস্তুত রয়েছে গানটি দুর্দান্তভাবে ভারত এবং ভক্তদের আবেগ এবং শক্তিকে ক্যাপচার করবে। যা এই আসরটিকে আরও বিশেষ করে তুলবে। বিশ্বকাপে ভক্তদের অ্যাকশনের কেন্দ্রে রাখতে সঙ্গীতটি সাহায্য করবে।’

‘দিল জশন বলে’ গানটির কথা লিখেছেন শ্লোক লাল ও সাভেরি ভার্মা। এ ছাড়া প্রীতমের সঙ্গীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশ, চরণ। 

ভারতে অনুষ্ঠেয় ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের থিম সং


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.