× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টির পর ম্যাচ শুরু, খেলা ৪২ ওভারের

ক্রীড়া ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগে থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি চলছিল। তারপরও সময়মতো টস হয়, খেলাও শুরু হয়। কিন্তু বেশিক্ষণ চালানো যায়নি ম্যাচ। ৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

তাতে খেলাও বন্ধ থাকলো দুই ঘণ্টার বেশি সময়। বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটির দৈর্ঘ্যও কমে এসেছে তাতে। খেলা হবে ৪২ ওভারের। ম্যাচ শুরু হবে সাড়ে চারটায়।  ম্যাচে দুজন বোলার সর্বোচ্চ নয়টি ও তিনজন সর্বোচ্চ আট ওভার করে করতে পারবেন।

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। উইল ইয়াং ৩ ও ফিন অ্যালেন অপরাজিত আছেন ৫ রানে।

বিশ্বকাপের আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মূল ক্রিকেটারদের। এ ম্যাচে বেশ কিছু প্রত্যাবর্তনও দেখছে বাংলাদেশ দল। ২০২১ সালের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।  

এছাড়া তামিম ইকবালও ফিরছেন এই সিরিজ দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে সেটি ভাঙলেও পিঠের চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারেননি। ছেড়ে দেন নেতৃত্বও।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম-মাহমুদউল্লাহ

বিশ্বকাপের দল চূড়ান্তের সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। ভারতে যাওয়ার আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে তারা।

বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। মূল্যায়নের সিরিজের প্রথম ম্যাচে ফেরানো হয়েছে সৌম্য সরকারকেও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.