বৃষ্টির কারণে ঢাকার মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অবশেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর সময়ের ঠিক আগেই বৃষ্টি হানা দেয়। এরপর খেলা শুরু হলে আরও দুই দফা বৃষ্টি আসে। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
রাত ৮.২৬টার দিকে এসেছে আনুষ্ঠানিক এই ঘোষণা।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খেলা পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপের বড় একটা আলোচনা ছিল বৃষ্টিতে ঘিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল সেটির দাপট।
৪.৩ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। এরপর সন্ধ্যা ৭টায় ৪২ ওভারের ম্যাচই হবে, জানানো হয়েছিল এমন। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আবার নামে বৃষ্টি। সেটি থামেনি আর।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি।
বৃষ্টি বাধার মাঝে যা খেলা হয়েছে, তাতে দাপট ছিল বাংলাদেশ বোলারদের। শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুতেই ২ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডকে সে চাপ থেকে টেনে তোলার কাজটি করেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। মোস্তাফিজ এসে ভাঙেন সে জুটি। এরপর নাসুমের জোড়া আঘাতে আবার এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড।
টম ব্লান্ডেল ও কোল ম্যাকনকির সামনে ছিল কঠিন কাজ। কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেল সে সব।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
দ্বিতীয় ওয়ানডে
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ সেপ্টেম্বর। একই মাঠে অনুষ্ঠিত হবে।