× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউজিল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করলো বাংলাদেশ

মশিউর অর্ণব

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০ পিএম

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিততে বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বিপক্ষে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে নিউজিল্যান্ড। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। তবে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। 

দলীয় ২৬ রানে বিদায় নেন আরেক ওপেনার ফিন এলেন। এবার মুস্তাফিজের বলে ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। ১৫ বলে দুই চারে ফিনের সংগ্রহ ১২ রান।

অভিষেকেই চমক দেখান পেসার খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের দলীয় স্কোর যখন ৩৬, ওয়ান ডাউনে নামা চাদ বোসকে তৌহিদ হৃদয়ের তালুবন্দী করান তিনি। ১৯ বলে তিন চারে ১৪ রান করেন চাদ। চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন ব্লান্ডেল ও নিকোলস। ১১১ বলে দুজন উপহার দেন ৯৫ রানের জুটি। দলীয় ১৩১ রানে এই জুটি বিচ্ছিন্ন করেন খালেদ আহমেদ। ৬১ বলে ছয় চারে ৪৯ রানে সাজঘরে ফেরেন ফিফটির আফসোস করা হেনরি নিকোলস।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে টম ব্লান্ডেলের ব্যাট থেকে। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তিনি করে যান ৬৮ রানের ইনিংস। ৬৬ বলের ইনিংসে তিনি হাকান ছয়টি চার ও একটি ছক্কা।

বল হাতে কিউইদের লেজের সারির ব্যাটারদের আতঙ্ক ছড়িয়েছেন মেহেদী হাসান। একে একে তুলে নেন রাচিন রবীন্দ্র (১০), কাইল জেমিসন (২০) ও অধিনায়ক লকি ফার্গুসনের (১৩) উইকেট। পুরো ৫০ ওভার খেলতে পারেনি নিউজিল্যান্ড। ৪৬তম ওভারের তৃতীয় বলে কিউই ব্যাটার ইশ সৌধিকে মানকাডিং করেন হাসান মাহমুদ। টিভি রিপ্লে দেখে রানআউটের আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। আউট হয়ে হাসিমুখেই ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সৌধি। তবে বাংলাদেশ অধিনায়ক তাকে ফিরিয়ে এনেছেন মাঠে, আউট উইথড্র করে নেন তারা। এতে আবারও ব্যাট করার সুযোগ পেয়ে মাঠে ফেরেন সৌধি। ফিরে এসে বোলারকে জড়িয়ে ধরেন সৌধি। 

ইশ সোধির উইকেট নিয়ে সফরকারীদের অল আউট করে দেন খালেদ। ৪৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৪ রান।বল হাতে বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান ও খালেদ আহমেদ। মুস্তাফিজ দুটি, হাসান ও নাসুম নেন একটি করে উইকেট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.