× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ার্ল্ড স্কুল তুগুজকুমালাক চ্যাম্পিয়নশিপ কাজাকিস্তানে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩ পিএম

কাজাকিস্তানের আলমাটি শহরের শুরু হয়েছে ওয়ার্ল্ড স্কুল তুগুজকুমালাক (অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়নশিপ। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড তুগুজকুমালাক ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল অংশগ্রহণ করেছে। যেখানে বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশ অংশগ্রহণ করেছে।

হৃদিতা তাসফিয়া তাহমিদ ৮ পয়েন্ট, ইরা উম্মে সুবাইতা ৬ পয়েন্ট, ফেরদৌস জারিফ ৩ পয়েন্ট নিয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ডে খেলতে নামবেন। মোসাম্মৎ আসমা খাতুন কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করেছেন।

চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আল মামুনকে আলমাটি-সিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

উল্লেখ্য, তুগুজকুমালাক সারা বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে, যা সেন্ট্রাল এশিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি জাতীয় খেলা, যার আন্তর্জাতিক ফেডারেশন কাজাকিস্তানের আস্তানায় অবস্থিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.