× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো ঢাকায়

ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৩ পিএম

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো নির্ধারিত সময়ের কিছু পর ঢাকায় এসেছেন। দুদিনের কলকাতা সফর শেষে বুধবার কয়েক ঘণ্টার জন্য তাকে ঢাকায় এনেছেন ভারতীয় উদ্যোক্তা। 

তবে রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে রোনালদিনহো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছেছেন। তার সংক্ষিপ্ত ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল রেডিসনে যাবেন।

শোনা গিয়েছিল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফে থেকে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি।

হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.