× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৩, ১৪:৪৪ পিএম

ভারতের ওয়ানডে বিশ্বকাপে টানা পরাজয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ টানা হেরেছে ৫টি। পাকিস্তান হেরেছে চারটি। আজ একটি দলের জয়ে ফেরার মিশন। সেই দল কোনটি?

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে তা নির্ধারণ হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ।

এই ম্যাচের শুরুতেই জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে পাকিস্তানকে।

একাদশে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। শেখ মেহেদীর বদলে এসেছেন তাওহীদ হৃদয়। পাকিস্তান একাদশে প্রত্যাশিত পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন ইমাম, শাদাব ও নওয়াজ। এসেছেন ফখর, সালমান আলী ও উসামা মির।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.