× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩২৬

ক্রীড়া ডেস্ক

০৫ নভেম্বর ২০২৩, ১৮:৫৩ পিএম

কলকাতার ইডেন গার্ডেনসে ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরিতে হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত।

রোববার (৫ নভেম্বর) প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩২৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষ্যে সর্বোচ্চ ১০১ রান করেন কোহলি। এছাড়া শ্রেয়াস আইয়ার ৭৭ রানের ইনিংস খেলেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

শুভমান গিলকে নিয়ে ঝোড়ো গতিতে ৬২ রানের পার্টনারশিপ গড়েন হিটম্যান রোহিত। ২৪ বলে ৪০ রানে রাবাদার শিকারে পরিণত হন ভারত অধিনায়ক। শুধু পাওয়ারপ্লেতেই ৯১ রান জড়ো করে ভারত। আরেক ওপেনার গিল ২৩ রানে বিদায় নেন।

নিজের ৩৫তম জন্মদিন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন। নিজের ব্যক্তিগত ফিফটিতে ৭৭ রানে আউট হন আইয়ার। আর ১১৯ বলে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। একই সঙ্গে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরিকে ছুঁলেন ৩৫তম জন্মদিনে পা রাখা কোহলি। শেষের দিকে সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করে ভারত।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.