× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচাতে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

০৮ নভেম্বর ২০২৩, ১৪:৫১ পিএম

ওয়ানডে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তাদের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। সে জন্য আর দুটি সুযোগ রয়েছে তাদের সামনে। যার একটিতে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ইংলিশরা।

বুধবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়ে খেলতে নামার আগেই টস জয় করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করবে নেদারল্যান্ডস।

পুনেতে এই মুহূর্তে প্রচণ্ড গরম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আদ্রতাও অনেক বেশি। এই পরিবেশে ক্রিকেট খেলা হবে মারাত্মক। পরিবেশের কথা চিন্তা করলে এই গরমের মধ্যে প্রথমে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ।

সে কারণেই জস বাটলার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, ‘উইকেট ভালো। প্রথমে ব্যাটিং করে আমরা ভালো স্কোর গড়ে তুলতে চাই। এই ম্যাচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, আমরা চাই এই ম্যাচে ভালো খেলতে এবং দলের খেলোয়াড়দের ওপর আমাদের আস্থা আছে।’

নেদারল্যান্ডসও চেয়েছিলো প্রথমে ব্যাট করতে। তবে ফিল্ডিং করতে হবে বলে খুব বেশি অসন্তুষ্ট নয়। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, যত কম রানে ইংল্যান্ডকে বেধে রাখা যায়, সেটাই হলো আমাদের প্রথম লক্ষ্য।

দুটি পরিবর্তন এসেছে ইংল্যান্ড দলে। লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে খেলবেন হ্যারি ব্রুক এবং মার্ক উডের পরিবর্তে খেলবেন গাস এটকিনসন্স। নেদারল্যান্ডস দলে এসেছে একটি পরিবর্তন। সাকিব জুলফিকারের পরিবর্তে খেলবেন তেজা নিদামানুরু।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং গাস এটকিনসন্স।

নেদারল্যান্ডস একাদশ

ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিডি, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.