২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে বড় পরাজয় দিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে জামাল ভূঁইয়ারা। বদলি নেমে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাক্লারেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের অ্যামি পার্কে জেমি ম্যাক্লারেনের হ্যাটট্রিক ও মিচেল ডিউকের জোড়া গোলে ৭-০ গোলের লজ্জার ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
মেলবোর্নে পুরো ম্যাচজুড়েই নিজেদের অর্ধে সময় কাটিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র ৪ মিনিটের মাথায় মিতুল মারমাকে বোকা বানিয়ে বল জালে জড়ান অস্ট্রেলিয়ান ডিফেন্ডার হ্যারি সোট্টার। ২০ মিনিটে ব্রান্ডন বেরোল্লোর গোলে ২-০ তে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৭ ও ৪১ মিনিটে ফরোয়ার্ড মিচেল ডিউকের ডাবলে প্রথমার্ধে ৪ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে এসেও খুব একটা ভালো খেলতে পারেনি বাংলাদেশ। বদলি হিসেবে নেমে বাংলাদেশের জালে তিন গোল করেন জেমি ম্যাক্লারেন। ৪৮ মিনিটে প্রথমবার গোলের দেখা পান এই সকারু তারকা। ৭০ ও ৮৪ মিনিটের সময় আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ম্যাক্লারেন। তবে শেষ দিকে মিতুল মারমা পেনাল্টি সেভ না দিলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত।
এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আট বছর পর আবারও বিশ্বকাপ বাছাই খেলতে এসে ৭-০ ব্যবধানে হারল জামাল-রাকিবরা।