× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে: ভনের ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২৩, ১৯:১৫ পিএম

পাকিস্তান আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সদ্য শেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোয় এমন ভবিষদ্বাণী ভনের।

তার মতে, পাকিস্তানের দলে উল্লেখযোগ্য পদে পরিবর্তন হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছে তারা।

ভারতের মাটিতে দুর্দান্ত পারফরমেন্সের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেয় তারা। কিন্তু এরপরই পথ হারায় পাকরা। টানা চার ম্যাচ হারে বাবর আজমের দল। এতে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে পড়ে তাদের। শেষ তিন ম্যাচের দু’টিতে জিতেও সেমির টিকিট পায়নি পাকিস্তান। 

৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে বিশ্বকাপ শেষ করে পাকিস্তান। বিশ্বকাপে দলের ব্যর্থতায় নিজ থেকেই  থেকেই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। পাশাপাশি পুরো কোচিং প্যানেলেও পরিবর্তন ঘটে। 

টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব পান শান মাসুদ। আর টি-টোয়েন্টির দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। দলের কোচ ও ডিরেক্টর নির্বাচিত হন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পান সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। 

বিশ^কাপের পরপরই পাকিস্তান দলে এমন পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেছেন ভন। বিশেষ করে হাফিজের নিয়োপ পাকিস্তান দলের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। 

‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে ভন বলেন, ‘নতুনভাবে দল সাজিয়েছে তারা। আমার বন্ধু হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখশুনা করবে। এটি চমৎকার ব্যাপার।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে পাকিস্তান। এরমধ্যে ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় তারা। ২০০৭ সালের ফাইনালে ভারতের কাছে এবং সর্বশেষ ২০২২ সালে ইংল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। 

ওয়ানডে বিশ^কাপের পর আগামী মাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে আগামী ১৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকরা। এ সিরিজ দিয়ে নতুন পাকিস্তান দলের পথচলা শুরু হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.