বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে ফরচুন বরিশাল মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আগে ব্যাট করে শ্রীলঙ্কান আভিষ্কা ও আয়ারল্যান্ডের ক্যাম্ফারের ব্যাটিং ঝড়ে ১৯৩ রানের বড় পুঁজি পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেতে বরিশালের লক্ষ্য ১৯৪ রান।
শনিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তাইজুলের প্রথম ওভারেই তানজিদকে (১২) হারায় চট্টগ্রাম। নিজের দ্বিতীয় ওভারে ইমরানউজ্জামানকে ফেরান তাইজুল। ৮ বলে ১৪ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন টাইগার এই স্পিনার। এরপর আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে রানের গতি বাড়াতে থাকে চট্টগ্রাম। দিপুর বিদায়ে ভাঙে আভিষ্কার সঙ্গে ৭০ রানের জুটি। ২৯ বলে ৩১ রান করে ক্যারিয়াহের বলে বোল্ড হন তিনি। সঙ্গী হারালেও ৪০ বলে অর্ধশতক স্পর্শ করেন আভিষ্কা।
অর্ধশতক তুলে আরও আগ্রাসী হয়ে যান এই শ্রীলঙ্কান। দুনিথ ওয়েলাগের একই ওভারে টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ১৯ বলে ১৮ রান করে নাজিবউল্লাহ ফিরলে ক্যামিও নিয়ে হাজির হন কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯ রান করে থেকে যান অপরাজিত। আইরিশ এই ব্যাটার হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।
শেষ ওভারে ১ বলের বেশি স্ট্রাইক পাননি বলে শতক ছোঁয়া হলোনা আভিষ্কার। ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯১ রান করে তিনিও ছিলেন অপরাজিত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান দাঁড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ।
ঢাকা পর্বে তিন ম্যাচের দুটি হেরেছে বরিশাল। বিপরীতে তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের লড়াই।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ওয়েলালাগে, আব্বাস আফ্রিদি ও কামরুল ইসলাম রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
আরও পড়ুন
টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল