× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামিমের বরিশালকে ১০ রানে হারালো চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিশকা ফার্নান্দোর অপরাজিত ৯১ রানের সঙ্গে কুর্টিস ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে বন্দর নগরীর দলটি।

শনিবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ৭ উইকেটে ১৮৩ রানে থামে বরিশাল বাহিনী।

১৯৪ রান তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় বরিশাল। এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন আহমেদ শেহজাদ। পাকিস্তান তারকা ঝড়ো ব্যাটিংয়ে মাত্র পাঁচ ওভারে ৫০ রান পেয়েছে বরিশাল। ষষ্ঠ ওভারে বিলাল খান ১৭ বলে ৩৯ রান করা শেহজাদকে ফেরান। সৌম্য সরকারের সাথে তামিম ইকবালের ৩৬ রানের জুটি ভাঙেন ক্যাম্ফার। ৩০ বলে ৩৩ রান করা তামিমকে ফেরানোর দুই বল পর সৌম্যকেও আউট করেন আইরিশ অলরাউন্ডার।

ইনিংসের ১৩তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন ক্যাম্ফার। মাহমুদউল্লাহ রিয়াদ পর উইন্ডিজের ইয়ানিক ক্যারিয়াহকেও বিদায় দেন ক্যাম্ফার। তাকেও স্লোয়ার ডেলিভারিতে কট এন্ড বোল্ড করে ফেরান তিনি। ষষ্ঠ জুটিতে ৫১ রানে জুটিতে ম্যাচে ফিরে আসার আভাস দেয় বরিশাল। কিন্তু ১৬ বলে ৩৫ রান করে মিরাজ ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় তামিম ইকবালের দলের। ২৩ রান করা মুশফিককে বিলাল খান ফেরালে জয়ের রেস থেকে ছিটকে পড়ে বরিশাল। শেষ পর্যন্ত ১৮৩ রানে থামে চট্টগ্রাম। ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ক্যাম্ফার।

এর আগে ব্যাটিং নেমে ২১ রানের মধ্যে তানজিদ তামিম ও ইমরানউজ্জামানকে হারায় চট্টগ্রাম। দুজনকেই সাজঘরে পাঠান একাদশে সুযোগ পাওয়া তাইজুল ইসলাম। তৃতীয় উইকেটে আভিশকা ফার্নান্দো ও শাহাদাত হোসেন দিপু ৭০ রানের জুটি ঘুরে দাঁড়ায় চ্যালেঞ্জার্স। ৩১ রানে শাহাদাত দিপু ফিরলে বড় সংগ্রহ পেতে কোনো সমস্যা হয়নি বন্দর নগরীর দলটির।

চতুর্থ উইকেটে নজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৬৮ রানের আরেকটি বড় জুটি উপহার দেন আভিশকা। আফগান তারকা ১৮ রানে ফিরলেও মাঠে নেমে বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালান আইরিশ ব্যাটার কুর্টিস ক্যাম্ফার। মাত্র ৯ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রানে ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। ওপেন করতে নামা আভিশকা ৫০ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ওয়েলালাগে, আব্বাস আফ্রিদি ও কামরুল ইসলাম রাব্বি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

আরও পড়ুন

বরিশালের বিপক্ষে বড় সংগ্রহ চট্টগ্রামের

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.