বাবর আজম, সাকিব আল হাসান ও রনি তালুকদারের দাপুটে ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকাপর্বের দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচে ৪ উইকেটে নুরুল হাসান সোহানের রংপুর তুলেছে ১৭৫ রান। অর্থ্যাৎ জিততে হলে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকাকে করতে হবে ১৭৬ রান।
মঙ্গলবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে তারা।
২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি ফিরে গেলে সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি করেন বাবর। আজও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বাবরকে। ৪৩ বলে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ হন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই।
এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট আজ জ্বলে উঠেছিল। যদি খুব বড় স্কোর করতে পারেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন সাকিব। শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।
রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ফজলে রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, সালমান ইরশাদ।
দুর্দান্ত ঢাকা একাদশ
সাইম আইয়ুব, নাইম শেখ, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, গুলবাদিন নাইব, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আরাফাত সানি, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।