নিউজিল্যান্ড বিশ্বকাপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে মানের ক্রিকেট খেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা, দেশের মাটিতে তার ছিটেফোঁটাও দেখাতে পারেননি প্রথম ওয়ানডেতে।
আগের ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কী, উল্টো ব্যাটিংয়ে ভরাডুবি হয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
সিরিজ ধরে রাখতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু পরিকল্পনায় সফল হননি তিনি। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগছিল তারা। প্রথম চার ব্যাটারের কেউই ছুতে পারেননি দুই অঙ্কের রান।
ফারজানা হক ৭, সোবহানা মোস্তারি ৩, মুর্শিদা খাতুন ৫ ও নিগার সুলতানা মাত্র ১ রান করে আউট হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেছেন নাহিদা আক্তার। তিনি ছাড়া দুই অংকের সংখ্যায় যেতে পেরেছেন মাত্র দুইজন। ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন সোফি মোলিনিয়াক্স। এছাড়া অ্যাশলে গার্ডনার, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহাম নিয়েছেন দুটি করে উইকেট।