× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট

ক্রীড়া ডেস্ক

৩১ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনেও সেই দাপট ধরে রেখেছে লঙ্কানরা। প্রথম সেশনের পুরোটা সময়ই দুর্দান্ত ব্যাটিং করেছে তারা। বিশেষ করে সকালে পেসারদের ভালোভাবেই জবাব দিয়েছে তারা। এই সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবল দীনেশ চান্দিমালের উইকেট।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস।

দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

এরপর আরও একটা ফিফটি ফিফটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করলো বাংলাদেশ।

গত দিনের দুই অপরাজিত ব্যাটার দেখে-শুনে খেলে ফিফটি তুলে নেন উভয়ই। ৮৫ বলে ফিফটি করেন চান্দিমাল। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এই উইকেটকিপার ব্যাটারকে ৫৯ রানে সাজঘরে ফিরিয়ে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব।

ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে রেখেছিলেন সাকিব। টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় চান্দিমালের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটনের গ্লাভসে। চান্দিমা ফেরায় ভেঙেছে ৮৬ রানের পঞ্চম উইকেট জুটি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.