× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিফা র‍্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ, শীর্ষে আর্জেন্টিনাই

ক্রীড়া ডেস্ক

০৪ এপ্রিল ২০২৪, ১৫:০৮ পিএম । আপডেটঃ ০৪ এপ্রিল ২০২৪, ১৫:১০ পিএম

ফিফা র‍্যাংকিংয়ে সবশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে নেমে গেছে ১৮৪ তে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা।

বিশ্বকাপ বাছাইয়ে মার্চ উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে একই প্রতিপক্ষের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচ হারের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। 

দক্ষিণ এশিয়ার মধ্যে সবার উপরে আছে ভারত। যদিও তারা পিছিয়েছে ৪ ধাপ। ১১৭ থেকে নেমে গেছে ১২১ এ। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় ভারত। আগের মতোই ১৬১তম অবস্থানে আছে মালদ্বীপ। তিন ধাপ পিছিয়ে নেপাল আছে ১৭৮তম স্থানে।

১৮৫তম স্থানে আছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৯৫তে।  

বিশ্ব ফুটবলে র‍্যাংকিংয়ে সবার উপরেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে।

এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম।

তিন থেকে চারে নেমে গেছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে ইংলিশরা ব্রাজিলের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। আগের মতোই পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেদারল্যান্ডসকে সাতে ঠেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। সেরা দশের বাকি তিন দেশ; স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.