বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বক্তব্য দেবেন।
গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ছাড়াও সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্তকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।