× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

০৪ মে ২০২৪, ১২:১৬ পিএম

নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। এরপর নিজের দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন এই কিউই ব্যাটার।

সেই অ্যান্ডারসনকে নিয়েই আগামী ১ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে ফিরেছেন ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তানি বংশোদ্ভুত আলি খান।

গত এপ্রিল মাসে মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বে কানাডার বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে যুক্তরাষ্ট্র। যে কারণে বিশ্বকাপেও প্যাটেলের উপরেই আস্থা রাখছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

এছাড়া ১৫ সদস্যের স্কোয়াডে আছেন পাকিস্তানের হয়ে ক্যারিয়ার শুরু করা ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্রের হয়ে ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে সর্বশেষ খেলেছেন গেল বছরের জুলাইয়ে।

২০১৮-১৯ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক মিলিন্দ কুমারও আছেন স্কোয়াডে। সে সময় সিকিমের হয়ে খেলেছিলেন এই দিল্লির ব্যাটার।

এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র। যে কারণে যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়েই হবে আসরের উদ্বোধন। ১ জুন কানাডার বিপক্ষে ডালাসে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতীশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, শ্যাডলি ভ্যান শাল্কউইক, স্টিভেন টেলর , শায়ান জাহাঙ্গীর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.