× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধু কাপ কাবাডির ট্রফি উন্মোচন কাল

ক্রীড়া ডেস্ক

২৪ মে ২০২৪, ১৯:৪২ পিএম

ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হবে আগামী রোববার। টুর্নামেন্ট সামনে রেখে ইনডোরে মঞ্চ প্রস্তুত। বর্ণিলভাবে সাজানো হচ্ছে ইনডোর স্টেডিয়াম।

১২ জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার থেকে আসতে শুরু করেছে বিদেশি দলগুলো। 

প্রথম বিদেশি দল হিসেবে শুক্রবার ঢাকা এসেছে মালয়েশিয়া। এরপর রাজধানীতে এসে পৌঁছেছে নেপাল, থাইল্যান্ড, পোল্যান্ড, ইরাক, উগান্ডা ও কেনিয়া। রাতের মধ্যে চলে আসার কথা কোরিয়া, জাপান ও শ্রীলঙ্কার। গত তিন আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ দল এরই মধ্যে উঠে গেছে টিম হোটেলে।

শনিবার বিকাল ৪টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ১২ দেশের অধিনায়ক জানাবেন তাদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কাবাডির নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.