× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খেলোয়াড়দের বুস্টার ডোজ নেবার আহবান গার্দিওলার

১৪ ডিসেম্বর ২০২১, ২১:০১ পিএম

ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের কোভিড-১৯ ভ্যাক্সিনের বুস্টার ডোজ নেবার আহবান জানিয়েছেন ম্যানেজার পেপ গার্দিওলা। একইসাথে তিনি যুক্তরাজ্যে সম্প্রতি ব্যপক হারে ছড়িয়ে পড়া ওমিক্রন ভেরিয়েন্টের ব্যপারেও সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার প্রথমবারের মত ওমিক্রনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা ও হংকংয়ে প্রথম ওমিক্রন সনাক্ত হয়। তাদের দাবী এস্ট্রোজেনকা ও ফাইজার-বায়োটেকের দুই ডোজ টিকা নেয়া থাকলে এই ভেরিয়েন্টের বিপক্ষে রক্ষা পাওয়া সম্ভব। 

সোমবার এ সম্পর্কে গার্দিওলা গণমাধ্যমে বলেছেন, ‘অবশ্যই চিকিৎসকরা যা পরামর্শ দিবেন আমাদের সেভাবেই চলতে হবে। আমরা খেলোয়াড়দের নিরাপদ থাকার ব্যপারে প্রতিদিনই পরামর্শ দিচ্ছি। তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, মাস্ক পরিধান করে, নিজেদের নিরাপদে রাখে। এখন বড়দিনের সময়, এ সময় সকলেই পার্টি কিংবা বাইরে গিয়ে আনন্দ উদযাপন করবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে করোনা এখনও শেষ হয়ে যাযনি। এই ভাইরাস যে কোন সময় যে কাউকে আক্রমন করতে পারে। বিশেষ করে সম্প্রতি এখানে যে পরিমানে আক্রান্তের হার বেড়েছে তাতে সতর্ক থাকার বিকল্প নেই।’

ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে করোনা হানা দিয়েছে। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সিটি লিগ টেবিলের শীর্ষে রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.