ডালাসে গতকাল ( ৮ জুন ) শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ২২ রানে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আনন্দিত ২১ বছর বয়সী এ লেগ স্পিনার জয় শেষে মিক্সড জোনে বলেছেন, ‘আমি কখনো ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা ছিল যখনই বোলিংয়ে আসব, তখনই যেন দলকে উইকেট এনে দিতে পারি, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি।’
‘প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।’ ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের পিচ ও কন্ডিশন নিয়ে রিশাদ বলেন, ‘আমি শুধু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। প্রথম কয়েকটা বল করার পরই বুঝেছি এ পিচে কী হতে পারে। ওই হিসেবেই চেষ্টা করেছি।’
বিশ্বকাপে প্রথম ম্যাচ বলে স্নায়ুচাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ।’
তবে লেগ স্পিনার বলে শুধু ডানহাতি নয়, বামহাতি ব্যাটসম্যানদেরও বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রিশাদ। এ নিয়ে তিনি বলেন, ‘যখন বোলিংয়ে আসি, তখন ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে ভাবার সুযোগ থাকে না। দল যা চায়, আমি সেটাই করার চেষ্টা করি। ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যানে আমার কোনো সমস্যা হয় না।’