× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা দুর্ভাগা ছিলাম : তানজিম হাসান

ক্রীড়া ডেস্ক

১১ জুন ২০২৪, ১৬:৩৬ পিএম

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। যা দর্শকদের মনে বড় এক ধাক্কা হিসেবেই এসেছে। ম্যাচে দারুণ বল করা তানজিম হাসান সাকিব এমন হারকে দুর্ভাগ্য হিসেবেই নিয়েছেন। টাইগার এই পেসার মনে করিয়ে দিয়েছেন, ম্যাচটা জেতা উচিত ছিল।

ম্যাচ শেষে মিক্সড জোনে দেওয়া সাক্ষাৎকারে দলের হার নিয়ে সাকিব বলেন, ‘আমাদের আসলে লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা ভালোই ব্যাট করেছে। ওদের বোলাররা অনেক ভালো করছে। এই উইকেটে রান করা সহজ নয়। ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছে। আমরা দুর্ভাগা ছিলাম, তাই ম্যাচটা জিততে পারিনি।’

দলের দারুণ বোলিং নিয়ে সাকিব বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা গতকাল টিম মিটিংয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আমরা কথা বলেছি যে উইকেটের সাহায্য পেলে বোলাররা উত্তেজিত হয়ে পড়ে। তখন অনেক বেশি কিছু করার চেষ্টা করে।

যেমন সাধারণত আমার শক্তি হচ্ছে আউটসুইং। কিন্তু এ পরিস্থিতিতে আমি ইনসুইংও করার চেষ্টা করি। তখনই এদিক সেদিক বল হয়। টিম মিটিংয়ে আমরা ঠিক করেছি যে নিজেদের মৌলিক কাজগুলোই করে যাব। আমরা ভালো জায়গায় বল করে যাব, বাকিটা বলই করবে।’

সাকিব অবশ্য জিততে চান পরের দুই ম্যাচ, ‘ক্রিকেটটা তো টিম গেম। কখনো বোলাররা ভালো করবে, ব্যাটসম্যানরা ব্যাকআপ করবে। আবার কখনো ব্যাটসম্যানরা ভালো করবে, বোলাররা ব্যাকআপ করবে। এটা শেষ পর্যন্ত দলীয় খেলা।

আমরা চেষ্টা করছি, যেন আমাদের খুব ভালো সমন্বয় হয়। তবে আমরা ভালো খেলছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আশা করি পরের দুই ম্যাচ আমরা অনেক ভালো করব। দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাব।’

বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। গেল বিশ্বকাপেও ডাচদের কাছে হারলেও অতীত নিয়ে ভাবছেন না সাকিব, ‘ওটা অতীত হয়ে গেছে। নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছি, সেটা ছিল ওয়ানডে। এটা একেবারেরই ভিন্ন একটা ফরম্যাট।’ 

তানজিম সাকিবের মন্তব্য, ‘মানসিকভাবে চিন্তা করলে আমরা অনেক শক্ত আছি। আমাদের দলীয় একতা অসাধারণ। আমি মনে করি আমরা যদি এভাবে খেলতে থাকি, তবে কোনো দলই আমাদের কাছে ব্যাপার নয়। আর এটা নিয়ে আমরা আলোচনা করি যে টি-২০তে যেকোনো দলকে আমরা হারাতে পারি।'

সংবাদ সারাবেলা: স/মীরাসু


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.