× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ মরক্কোর ২ ফুটবলার

ক্রীড়া ডেস্ক

০৮ জুলাই ২০২৪, ১২:১৭ পিএম

ভূমধ্যসাগরে স্রোতের কবলে পড়ে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ হয়েছেন। সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফ নামের এই দুই ফুটবলার দেশটির ক্লাব ইত্তিহাদ ট্যানগারের হয়ে খেলতেন। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইত্তিহাদ ট্যানগার।

গতকাল রোববার ক্লাবটির একজন কর্মকর্তা বলেন, শক্তিশালী স্রোতে তাদের ছোট নৌযানটি ভেসে যাওয়ার পর সমুদ্রে নিখোঁজ হয়েছেন।

ক্লাবের ডেপুটি প্রেসিডেন্ট আনাস মারবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাঁচজন খেলোয়াড়ের একটি দল উত্তরাঞ্চলীয় শহর টাঙ্গিয়ারে ভ্রমণ করতে গিয়েছিলেন। যখন তারা গভীর জলে সাঁতার কাটছিল তখন প্রবল স্রোত এবং বাতাস তাদের নৌযানটিকে দূরে সরিয়ে নিয়েছিল। পরে তাদের সন্ধান পাওয়া যায়নি।

আনাস মারবেত বলেন, তিনজন খেলোয়াড়কে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। যদিও নিখোঁজ সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

যে ৩ খেলোয়াড়কে উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন, নিখোঁজ ফুটবলাররা ছোট নৌযান থেকে লাফিয়ে পড়েছিলেন। তাদের কাছে বয়া (পানিতে ভেসে থাকার বিশেষ উপকরণ) ছিল না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.