নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠতে হলে এখন দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।
শুক্রবার ডাম্বুলায় টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটি যে ভালো হয়নি তা বাংলাদেশের ব্যাটারদের ভঙ্গুর ব্যাটিং দেখে নিশ্চিত হওয়া গেছে। প্রথম ৬ উইকেটে কোনো জুটিই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
৩৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের সঙ্গে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন ইশমা তানজিম, রুমানা আক্তার, রাবেয়া খান ও রিতা মনি।
শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা। ৫১ বলে ৩২ রান করেন নিগার সুলতানা। এবারের এশিয়া কাপে আজই প্রথমবারের মতো আউট হলেন নিগার। রাধা যাদবের বলে দিপ্তি শর্মার হাতে ক্যাচ হন তিনি।
১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে ৮০ রানে থেমে যায় বাংলাদেশ।
ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
ভারতীয় একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দিপ্তি শর্মা, পুজা ভ্রাস্ত্রাকার, রাধা যাদব, তানুজা কানওয়ার, রেনুকা ঠাকুর।