× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ

প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের সাথে টেস্টে মাঠে নামবেন সাকিব

০২ আগস্ট ২০২৪, ১৯:০১ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২৪, ২০:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লাল এবং সবুজ এই দুই টিমে বিভক্ত হয়ে খেলেন। এই প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা যোগ দেবেন ঢাকার ক্যাম্পে। মিরপুরে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ানো বিশ্বসেরা অলরাউন্ডার এখন কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন।সেখানে খেলার জন্য বিসিবি থেকে তার ছাড়পত্র আছে ১২ আগস্ট পর্যন্ত। তাই নিশ্চিতভাবেই টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না সাকিব। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বাজে সময় কাটাচ্ছেন সাকিব। চোখের সমস্যার কারণেও তার অবস্থান প্রশ্নের মুখে। এত সব কিছুর পরও কোনো প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব আল হাসান। কিন্তু এসব বিবেচনা করলে তিনি টেস্টের জন্য আসলে কতোটা প্রস্তুত এটা একটা প্রশ্ন থেকে যায়।

চলমান গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিবের দল যদি ফাইনালে যায় তাহলে সাকিবের টাইগারদের সাথে একই বিমানে পাকিস্তান যাওয়া অনেকটা অনিশ্চিত। তবে টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন বলে  বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুকে জানিয়েছেন টাইগার অল-রাউন্ডার ।

সংবাদমাধ্যমের কাছে লিপু বলেন, "সাকিব খুব একটা অনুশীলনের সুযোগ পাবে না। সাকিবের সম্মতি আছে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার। সে নিজেকে সেভাবেই প্রস্তুত করছে, আমার সাথে যতটুকু কথা হয়েছে। এছাড়া ডিপেন্ড করতেছে তার দল সেমিতে যাবে কিনা। এনওসি ১২ তারিখ অবধি দেওয়া আছে। দুইদিন আগে যখন কথা হলো জানিয়েছে খেলবে। আমি যতটুকু জানি সে আগে ঢাকা আসবে।'

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.