অলিম্পিক পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। বর্দুতে ম্যাচটিকে ঘিরে আগে থেকেই সমর্থকদের মধ্যে ছিল জমজমাট উত্তেজনা।
একমাস আগে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী গান গাওয়ার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে ফ্রান্স এবং পুরো বিশ্ববাসী। যে কারণে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজানোর সময়ই গ্যালারিতে ক্ষোভে চিৎকার করতে থাকে ফ্রান্স সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজিত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা দেখা যায়। যা ছড়িয়ে পড়ে ফ্রান্স ও আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যেও।
ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার জিন ফিলিপ মাতেতার গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়। মাইকেল ওলিসের কর্ণারে পোস্টের খুব কাছে থেকে দারুন এক হেডে মাতেতা জয়সূচক গোলটি করেন। সেমিফাইনালে থিয়েরি অঁরির দলের প্রতিপক্ষ মিশর।