কোটা আন্দোলন ঘিরে গত কিছুদিনে কয়েকশো মানুষের প্রাণ হারানোর শোকে স্তব্ধ বাংলাদেশ। এই শোকের প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। এবার সুদূর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে ফুটবলার এনজো ফার্নান্দেজও আন্দোলনকারী ছাত্র-জনতার পাশে দাঁড়ালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার, লাল রঙের কাপড় দিয়ে চোখ বাঁধা, ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা এমনই একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, "আমার সকল বাংলাদেশি ভক্তরা, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি।"
মাত্র এক ঘণ্টায় ১ লাখ ৩৮ হাজার মানুষের রিয়্যাক্ট এবং ৪০ হাজার শেয়ার হয়েছে পোস্টটি। কমেন্টস করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বাংলাদেশিরা।