কোটা
সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে।
গত
শনিবার ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। সেদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে
জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ফিটনেস পরীক্ষা।
এরপর
রবিবার অনুশীলন হওয়ার কথা ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের কারণে তা স্থগিত করা
হয়।
এরপর
গতকাল সোমবার শেখ হাসিনার পদত্যাগ শেষে দেশ ত্যাগের পর এখন চলছে
অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এমন অবস্থাতে আজ মঙ্গলবারও অনুশীলন
বাতিল করেছে বিসিবি।
তবে
অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধু
আজকের জন্য, এরপর বাকি সিদ্ধান্ত জনানো হবে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের এক খেলোয়াড়।