× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ক্রিকেট ধ্বংসকারীরা আর যেন দায়িত্বে না আসেঃ রুবেল হোসেন

ডেস্ক রিপোর্ট

০৭ আগস্ট ২০২৪, ১৩:৫০ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৪, ১৪:০৪ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন। ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের সব সেক্টরেই পরিবর্তনের ও সংস্কার চলছে। এর মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের সর্বোপরী ক্রিকেটপ্রেমীরা দেশের ক্রিকেটকে জিম্মি করে রাখা মানুষের কাছ থেকে মুক্তি চাচ্ছেন। এ ব্যাপারে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। 

তিনি দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের আর দেখতে চান না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি তুলেছেন তিনি।

রুবেল লিখেছেন, "গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।"

প্রশ্নবিদ্ধ পেশাদারিত্ব, অদক্ষতা, নিয়ম শৃঙ্খলায় ঘাটতি ইত্যাদি কারণে দেশের ক্রিকেটের উন্নতি বাধাগ্রস্ত করেছে বিসিবি। আছে অসচ্ছতা এবং অনিয়মের অভিযোগ। এর ফলে ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনায় পরিবর্তনের জোরদার দাবি তুলেছে সোশ্যাল মিডিয়া সহ সবখানে।

দীর্ঘদিন বিসিবির সঙ্গে জড়িত সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশােরের সুমনের মুখেও পরিবর্তনের বার্তা। তারা সুশাসনের দাবি তুলেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.