চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কারনে পরিবর্তন করা হতে পারে। বাংলাদেশে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আইসিসি। এমন তথ্য জানিয়েছে, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং শিক্ষার্থী-জনতার আন্দোলন সামাল দিতে না পেরে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা প্রধান এবং রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আশ্বাস দিলেও জনমনে অস্থিরতা বিরাজ করছে৷
নারীদের টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিন দেশের সরকার এরই মধ্যে তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করেছে।
ক্রিকইনফো জানায়, বিকল্প ভেন্যুর ব্যাপারে কাজ শুরু করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনে সক্ষম হলেও কিছু প্রশ্ন থেকে যায়। অক্টোবরে শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হয় এবং ভারতের পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়ার ব্যাপারে জটিলতা তৈরি হতে পারে।