কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে প্যারিস অলিম্পিকে। এ পর্যন্ত অংশ নেয়া ৪০ জনের বেশি খেলোয়াড় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।
বেশ কিছু অলিম্পিক তারকা কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে নাম আছে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটিরও। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপো জয়ের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে অস্ট্রেলিয়ার সাঁতারু লানি পালিস্টারও ১৫০০ মিটার ফ্রি-স্টাইল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তিনিও অসুস্থ বলে খবরটি জানান ।
এ বিষয়ে ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দপ্তরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেন, 'এসআরএস-কোভ-২ ভাইরাসের বিস্তার যা জানানো হচ্ছে, সে তুলনায় ২ থেকে ২০ গুণ বেড়েছে। ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং পাল্টাচ্ছে।এ কারণে আমরা সবাই ঝুঁকিতে। কারণ, আরও ভয়ংকর ভাইরাস আমাদের চিকিৎসাব্যবস্থায় ঢুকে পড়তে পারে। তিনি আরও বলেন , মৌসুম যেটাই হোক, সাম্প্রতিক মাসগুলোয় অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসের উত্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে অলিম্পিকও আছে, যেখানে অন্তত ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন।