× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগুনে পুড়েছে মাশরাফির বাড়ি ,ভারতে প্রচার হচ্ছে লিটন দাসের

ডেস্ক রিপোর্ট

০৭ আগস্ট ২০২৪, ১৬:৫৭ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে গত সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই জেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল- আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

তবে মাশরাফীর বাড়ি পোড়ানো হলেও ভারতে সেটি ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে প্রচার করেছেন। ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস এনিয়ে এক প্রতিবেদন করে। সেই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, ‘বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে?

ছাড়া এক্সের সুনন্দা রয় আরও একটি পেজে একই ছবি পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, ‘ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণির হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা ভাবুন দিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনও নিয়ে ফ্যাক্ট চেক করেছে। এর প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সহিংসতায় মাশরাফীর বাড়ি পুড়েছে, লিটন দাসের নয়।

 

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.