প্যারিস অলিম্পিক ২০২৪ এ আর্জেন্টিনার হয়ে প্রথম সোনা জিতল ছেলেদের সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রি-স্টাইল ইভেন্টে হোসে মালিনগো তোরেস গিল। ৯৪.৮২ স্কোর নিয়ে এই ইভেন্টে অলিম্পিকের নতুন রেকর্ড গড়েন তোরেস। এই ঘটনার পর বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা বার্তা পান তিনি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে পান ফুটবল মহাতারকা লিওনেল মেসির অভিনন্দন।
ফুটবল দুনিয়ার অন্যতম মহাতারকা লিওনেল মেসি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তোরেসের সোনা জয়ের ছবি পোস্ট করে লিখেছেন, "অভিনন্দন ক্র্যাক! এই সোনা অনেক উপভোগ করো।"
বিএমএক্স ফ্রি-স্টাইলে দুবার সাইক্লিং প্রদর্শন করেন তোরেস। যেখানে প্রথমবারেই সোনা জয়ের দাবীদার হয়ে গিয়েছিলেন তিনি। ৯৪.৮২ স্কোর যা অলিম্পিকের ইতিহাসের সর্বোচ্চ।
এদিকে এই ইভেন্টে ৯৩.৯১ স্কোর নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের কিয়েরান রেইলি এবং ৯৩.৭৬ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের আন্তোনি জিয়ানজিয়ান।
তোরেসের এই স্বর্ণপদকের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার ঝুলিতে এখন পর্যন্ত একটি পদকই জমা হল।