× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে অলরাউন্ডার সাইফউদ্দিনের বিশেষ অনুরোধ

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৪:৩৯ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ১৪:৪০ পিএম

ছবি সংগ্রহীত

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছে বিশেষ অনুরোধ করেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও।

এ পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টাকে। আসিফ মাহমুদ কুমিল্লার সন্তান অন্যদিকে পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে সাইফউদ্দিন। সেই দিকটি সামনে এনে আসিফ মাহমুদের প্রতি একটি অনুরোধ রাখছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

দেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিতে নতুন ক্রীড়া উপদেষ্টার প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

সাইফ উদ্দিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ

অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।

দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা |

ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরোনো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.