× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান সফর এগিয়ে আনতে চায় বিসিবি

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ২১:০০ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ২১:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামি ১৭ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যাপত অনুশীলনের সুযোগ না পাওয়ায় সফরটি এগিয়ে আনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৭ আগস্টের বদলে পাঁচদিন এগিয়ে ১২ আগস্ট যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে তাদের। অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে শান্তদের সফরটি এগিয়ে আনার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বোর্ডের একটি সূত্র বলছে, আগামীকালের (১১ আগস্ট) মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার থেকে চার দিনের ম্যাচ খেলবে তারা। আর জাতীয় দলের প্রথম টেস্ট আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে। করাচিতে হবে দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট। দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.