× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনার লড়াইয়ে জিতবে কে?

প্যারিস অলিম্পিক ২০২৪

ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২৪, ১৯:৪২ পিএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৪, ১৯:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (১১ আগস্ট) প্যারিস অলিম্পিক ২০২৪ এর পর্দা নামতে যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতায় এগিয়ে আছে চীন (৩৯)। তাদের চেয়ে একটি সোনা কম (৩৮) নিয়ে লড়াই জমিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রও। তারাই লম্বা সময় ধরে পদকটির শীর্ষস্থানে ছিল। আজ প্যারিস গেমসের সমাপনী দিনেও বেশ কয়েকটি ইভেন্টে পদকের লড়াই রয়েছে। এরপরই জানা যাবে চ্যাম্পিয়ন হবে চীন নাকি যুক্তরাষ্ট্র। 

গতকাল (১০ আগস্ট), ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে স্বর্ণ জিতে সোনা জেতায় চীনকে তালিকার শীর্ষে নিয়ে যান কাও ইওয়ান। এ নিয়ে অ্যাকুয়াটিকের আটটি ইভেন্টেই চীন দাপট দেখিয়ে স্বর্ণ জিতেছে। অপরদিকে, একইদিন ছেলেদের বাস্কেটবল, মেয়েদের ফুটবল ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে স্বর্ণ জিতে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমেরিকানরা।

অলিম্পিকে শীর্ষস্থান নির্ধারণ হয় স্বর্ণ জয়ের নিরিখে। তবে এখন পর্যন্ত প্যারিসে সবমিলিয়ে দাপট কিন্তু যুক্তরাষ্ট্রের, এবার তারা মোট পদক জিতেছে ১২২টি। ৩৮টি স্বর্ণ এবং সমান ৪২টি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে তারা। অন্যদিকে, চীন ৩৯ স্বর্ণের পাশাপাশি ২৭ রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ জিতেছে। সবমিলিয়ে এশিয়ান দেশটির পদক ৯০টি। এই দুই শীর্ষ দেশের ধারেকাছে নেই কেউ, তৃতীয় সর্বোচ্চ ৬৩ পদক জিতেছে গ্রেট ব্রিটেন। তবে স্বর্ণের (১৪) বিচারে তাদের অবস্থান ছয়ে। তিনে থাকা অস্ট্রেলিয়ার স্বর্ণ ১৮টি, মোট পদক ৫০টি।

সবমিলিয়ে এবারের অলিম্পিকে কারা চ্যাম্পিয়ন হচ্ছে সেটি নির্ভর করছে আজকের দিনের পাঁচটি ইভেন্টের ওপর। সেক্ষেত্রে সুযোগ বেশি থাকছে যুক্তরাষ্ট্রের, প্রায় প্রতিটিতেই তাদের প্রতিযোগী রয়েছে। বিপরীতে চীন অংশ নেবে দুটি ইভেন্টে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.