× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবকে দলে রাখার কারণ বললেন প্রধান নির্বাচক

ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২৪, ১৪:২৯ পিএম

ছবিঃ ইন্টারনেট

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানে রয়েছেন সাকিব আল হাসান। কিন্তু কেন তাকে দলে রাখা হলো সেই প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আজ (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাকিবকে স্কোয়াডে রাখার বিষয় নিয়ে তিনি বলেন, 'সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে শুধু মেধা। অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’

প্রধান নির্বাচক আরও বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।’

‘একটা প্রক্রিয়া ছিল সেই আলোকে ১৪ অথবা ১৫ তারিখ সে (সাকিব) দলের সাথে পাকিস্তানের যোগ দিবে যেটা লজিস্টিক দেখছে’-আরও যোগ করেন লিপু।

গতকাল সন্ধ্যায় পাকিস্তান সিরিজের দুই টেস্টের দল ঘোষণা করে বোর্ড। দলে ফেরেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাসকিনকে দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া হয়েছে। বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

উল্লেখ্য, অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের খেলা নিয়ে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.