× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় হাল্যান্ড

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৬:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্সের দ্যুতি ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড। ২৭টি গোল করে হয়েছেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এই নজরকাড়া পারফর্মেন্সে  ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের (পিএফএ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

পিএফএ অ্যাওয়ার্ডের দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় আছেন ৬ জন।  এরমধ্যে শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৩ জন। হাল্যান্ডের সঙ্গে রয়েছেন সতীর্থ ফিল ফোডেন ও রদ্রি। বাকিরা হলেন- চেলসি স্ট্রাইকার কোল পালমার, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওলি ওয়াটকিসন। 

ফেভারিটদের তালিকায় থাকা ফোডেন ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। সিটির হয়ে গতবারই সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৫ ম্যাচে অ্যাসিস্টও রয়েছে ৮টি। হাল্যান্ড ২৭ গোল করতে খেলেছেন ৩১টি ম্যাচ।  

গত আগস্টের আগে কোল পালমারও সিটির খেলোয়াড় ছিলেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে চেলসির কাছে বিক্রি করে দেয় সিটিজেনরা। গত মৌসুমে যার জবাবটা দারুণ ধারাবাহিকতায় দিয়েছেন তিনি। ২২ গোল আর ১১ অ্যাসিস্টে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে ছিলেন। তাই পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকার পাশাপাশি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পেয়েছেন।  

পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.