ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। চোটের সঙ্গে লড়াই করে খেলায় ফিরেছেন। কিন্তু আবারও ইনজুরির শিকার হলেন তিনি।
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' এর চলতি মৌসুমে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন স্টোকস। এই ইনজুরির ফলে তিনি ছিটকে গেছেন পুরো গ্রীষ্ম মৌসুম থেকে।
নর্দার্ন সুপারচার্জার্সের ম্যাচে চোট পেয়ে গতকাল (১৩ আগস্ট) যখন মাঠ ছাড়ছিলেন তখন তার চোখে পানি। তখনই আন্দাজ করা যাচ্ছিল তার চোট বেশ গুরুতর।
আনুষ্ঠানিক ঘোষণা এলো স্ক্যান প্রতিবেদন পাওয়ার পর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ২১ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ ইংল্যান্ডের। এই সিরিজে স্টোকসের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক ওলি পোপ।