সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। এরপর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই পুরো কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন গম্ভীর। এরমধ্যে ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার মরনে মরকেল।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিসিআই সচিব জয় শাহ'র বরাত দিয়ে তারা মরনে মরকেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মরকেলের। ওই মাসেই ভারতে দুই ফরম্যাটের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল, সিরিজটি দিয়ে নিজের নতুন যাত্রা শুরু হবে মরকেলের।
যদিও প্রথমে মরনে মরকেলকে নিয়োগ দিতে রাজি হয়নি বিসিসিআই। তাদের ইচ্ছা ছিল ভারতীয় কাউকে নিয়োগ দেওয়ার। এ নিয়ে দু'পক্ষ বেশ কয়েকবার আলোচনায় বসলেও সমাধান আসেনি। তবে শেষ পর্যন্ত গম্ভীরের চাওয়াই মেনে নিয়েছে বিসিসিআই।