সম্প্রতি কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ৩১ বছর বয়সী এক ইন্টার্ন চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় তারকা পেসার জাসপ্রীত বুমরাহ।
নৃশংস এই ঘটনা পুরো ভারত জাতিকে স্তব্ধ করে দিয়েছে এবং ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদের সূত্রপাত করেছে। আন্দোলনকারীরা দ্রুত অভিযুক্ত সকলকে গ্রেপ্তার দেখিয়ে মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন।
বুমরাহ ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের করা একটি পোস্ট শেয়ার করেছেন। আলিয়া ভাটও এই ঘটনায় জোর প্রতিবাদ জানিয়েছেন। বুমরাহও তার বার্তায় জোর দিয়েছেন যে নারীদের ভয়ের কারণে তাদের নেওয়া পথ যেন পরিবর্তন করতে না হয় এবং প্রত্যেক নারীই আরও ভালো সুরক্ষা ও সম্মানের অধিকারী।
উল্লেখ্য যে, এই ভয়াবহ অপরাধটি ঘটে যখন ইন্টার্ন সেই চিকিৎসক, ৩৬ ঘণ্টার শিফটের পর ক্লান্ত হয়ে, হাসপাতালের সেমিনার হলে ঘুমিয়ে পড়েন। এই ট্র্যাজেডি পুরো দেশে ক্ষোভের ঢেউ তুলেছে, যেখানে আয়ুষ্মান খুরানা, কারিনা কাপুর খান এবং মিতালি রাজের মতো বিশিষ্ট ব্যক্তিরাও এই সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন।
পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে যখন অজ্ঞাত দুর্বৃত্তরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাঙ্গণে মধ্যরাতের প্রতিবাদের সময় ভাঙচুর চালায়। হামলাকারীরা হাসপাতালের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে, পুলিশের ওপর পাথর ছোড়ে এবং এতে কয়েকজন অফিসার আহত হন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয়ে কথা বলেছেন এবং রাজ্য সরকারগুলোকে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।