× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম টেস্টে থাকছেন তো মুশফিক?

ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২৪, ১৭:২০ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ১৭:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে আঙুলে আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এই আঘাত তেমন গুরুতর নয় এবং তিনি রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নামবেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। 

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। আজ (১৭ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাঠে না নামার কারণও জানিয়েছেন দেশসেরা এই ব্যাটার।

তিনি বলেন, আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সেরে উঠবে। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলব।

চার দিনের টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মুশফিক বলেন, (পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’

তিনি বলেন, কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। তবে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। তাই প্রথম ম্যাচে মুশফিককেও না পেলে বিপাকে পড়বে অধিনায়ক শান্ত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.