× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র আন্দোলনের দিনগুলো নিয়ে যা বললেন ক্যাপ্টেন শান্ত

ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২৪, ১৬:৫২ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১৬:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত ২৯ জুন থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তাল অবস্থার সৃষ্টি হয়।   একসময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ শুরু হলে জুলাইয়ের ১৬ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় সারাদেশ। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের ১ দফা  দাবি আন্দোলনে। এ আন্দোলনের শুরু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেই দিনগুলো নিয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টের আগে আজ (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি। ’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.