× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিব ইস্যুতে যা বললেন ক্যাপ্টেন শান্ত

ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২৪, ১৯:২৩ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের প্রতিটি সেক্টরে নেমেছে পরিবর্তনের ঢল। যার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও। এই পরিবর্তনের মধ্যেই টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ জাতীয় দল। দলে আছেন সদ্যই ভেঙে দেওয়া সংসদের সংসদ সদস্য সাকিব আল হাসান। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে চলে আসে বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রসঙ্গও।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্ট। আগামীকালের টেস্টের আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে জানালেন ম্যাচ নিয়ে অনেক কথা। সেখানে তার কথায় চলে আসে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান প্রসঙ্গও।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক সদ্য ভেঙ্গে দেওয়া জাতীয় সংসদে সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমানে টেস্ট দলের সাথে রয়েছেন পাকিস্তানে। এই সিরিজে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে সম্প্রতি বেশ বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে তিনি ঠিক কতোটা প্রস্তুত। এমন প্রশ্ন অবশ্য স্রেফ উড়িয়ে দিলেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক জানালেন সাকিব রাজনৈতিক জীবন থেকে ক্রিকেটকে আলাদা করতে পারবে বলে পূর্ণ বিশ্বাস করেন তিনি। সাকিব সম্পর্কে তিনি বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে। দীর্ঘ দিন ধরে সে এই খেলাটি খেলে। তাই সে নিজের দায়িত্ব জানে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে।’

সাকিব ছাড়াও শান্ত কথা বলেন ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। তিনি বলেন, ‘বেশিরভাগ ক্রিকেটার এখন ফিট আছে। প্রথম ম্যাচের জন্য এভেইলেবল আছে মুশফিকুর রহিম। জয়ের কিছুটা অস্বস্তি ছিল। আমরা আগামীকাল ঠিক করব।’

এছাড়াও পাকিস্তানের কন্ডিশনে টস কেমন ভূমিকা রাখবে সে সম্পর্কেও কথা বলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক জানান, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.